Site icon Jamuna Television

জামায়াত নেতা হামিদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালত অবমাননার অভিযোগে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামিন আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে এক জনসভায় ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিরূপ মন্তব্য করেন হামিদ। পরদিন সে খবর পত্রিকায় প্রকাশিত হলে ৭ ফেব্রুয়ারি আদালত অবমাননার রুল দেন ট্রাইব্যুনাল। পরে রুল শুনানি শেষে হামিদুর রহমান আজাদকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকার অর্থদণ্ড দেয় ট্রাইব্যুনাল। পাঁচ বছর পর সকালে এ মামলায় হাজির হয়ে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্ত হামিদুর রহমান আজাদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version