Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের আরও দূর পাল্লার মিসাইল পাবে ইউক্রেন

ইউক্রেনকে আরও দূরপাল্লার মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিয়েভকে দেয়া ২২০ কোটি ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজে থাকবে গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বম্ব জিএলএসডিবি। খবর রয়টার্সের।

জিএলএসডিবি দেড়শ’ কিলোমিটার দূরত্বেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর ফলে রুশ দখলকৃত দোনবাস, জাপোরিঝিয়া ও খেরসনের যেকোনো স্থানে রুশ বাহিনীকে টার্গেট করতে পারবে কিয়েভ। পূর্বাঞ্চলে মস্কোর সরবরাহ লাইনেও আঘাতে সক্ষম হবে ইউক্রেন।

এর আগে ইউক্রেনের সবচেয়ে বেশি দূরত্বের অস্ত্র ছিল হাইমার্স রকেট সিস্টেম। যা ৮০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম। ইউক্রেনে এক বছর আগে রুশ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন সামরিক সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৯৩০ কোটি ডলারে। নতুন প্যাকেজে আরও কিছু হাইমার্স মিসাইল ও জাভেলিন প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হবে। তবে কবে নাগাদ সরবরাহ হবে নিশ্চিত করেনি পেন্টাগন। কিছু গণমাধ্যম বলছে ৯ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

সম্প্রতি বারবারই যুদ্ধবিমান চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তবে এ নতুন সহায়তার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এসজেড/

Exit mobile version