Site icon Jamuna Television

কয়লা দুর্নীতির ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা দুর্নীতির ঘটনায় কোল মাইনিংয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে পাবর্তীপুর মডেল থানায় বড় পকুরিয়া কয়লা খনির জিএম আনিসুর রসহমান বাদি হয়ে এই মামলা করেন। আসামিদের মধ্যে খনির বরখাস্তকৃত ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিনসহ চার কর্মকর্তা রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, খনি থেকে মোট এক লাখ ৪৪ হাজার পাঁচশ’ ৫৬ মেট্রিকটন কয়লা খোয়া গেছে। যার সাথে ওই কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে। এদিকে, পেট্রেবাংলা চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য জহুরুল হক বুধবার সকালে তাপ বিদ্যুৎ কেন্দ্র ও বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেছেন। কথা বলেছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version