Site icon Jamuna Television

পাবনায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

পাবনা প্রতিনিধি:

পাবনা জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি পাবনার আতাইকুলা থানার যাত্রাপুর গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে। তার হাজতি নম্বর ৪৩১/২৩।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পাবনা জেলা কারাগারের সহকারী জেল সুপার মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডাকাতির প্রস্তুতিকালে পাবনার আতাইকুলা থানা পুলিশ তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে গত ২১ জানুয়ারি তাকে কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকে সে কারাগারেই ছিল। শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এএআর/

Exit mobile version