Site icon Jamuna Television

টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগুন নিয়ন্ত্রণে

ছবি: প্রতীকী

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ভাণ্ডারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার পেছনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ফলে গুদামে রাখা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

/এএআর/এমএন

Exit mobile version