Site icon Jamuna Television

ড. আকমলের বক্তব্যের প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের শিক্ষক ড. আকমল হোসেনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে সমিতি।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আয়োজিত সমাবেশে এমন কথা জানান সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সমাবেশে বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষকরা অংশ নেন। ড. আকমল হোসেনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বলেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধীরা চক্রান্ত করছে। আকমল হোসেনের বক্তব্য সেরকম ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় বলেও মন্তব্য করেন তারা।

সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে গুজবে কান না দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও স্থিতিশীল রাখার আহ্বান জানান।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version