Site icon Jamuna Television

নির্ধারিত সময়ে শেষ হবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ: ভারতীয় হাইকমিশনার

নির্ধারিত সময় অর্থাৎ এ বছরের ৩০ জুনের মধ্যেই শেষ হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ। জাতীয় গ্রিডে যুক্ত হবে ১ হাজার তিনশ ২০ মেগাওয়াট বিদ্যুৎ। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এমনটাই জানিয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যান তিনি। প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি। ভারতীয় হাইকমিশনার বলেন, প্রথম ইউনিটের ৬২০ মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন কয়লা সংকটের কারণে বন্ধ রয়েছে। তবে কয়লা আসার প্রক্রিয়া শুরু হয়েছে; খুব শিগগিরই স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন তিনি। প্রকল্পের কাজের জন্য সুন্দরবনের পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না বলেও উল্লেখ করেন প্রণয় ভার্মা।

জানানো হয়, ডলার রিলিজ করতে কিছুটা সময় লেগেছে বলে কয়েকদিন কয়লা সরবরাহ বন্ধ ছিল। নতুনভাবে ডলার পরিশোধ শুরু হয়েছে। ইতোমধ্যে কয়লা বহনকারী একটি জাহাজও রওনা হয়েছে।

দুপুরে মোংলা বন্দর জেটিতে নৌপরিবহন মন্ত্রীর সাথে সাক্ষাতের কথা রয়েছে ভারতীয় হাইকমিশনারের। পরে রিভার ক্রুজ ‘গঙ্গা বিলাস’ প্রমোদতরীর বিদেশি পর্যটকদের অভ্যর্থনা জানাবেন তারা।

/এম ই

Exit mobile version