Site icon Jamuna Television

আগামী ৭ দিন বৃষ্টি থাকবে: আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত দুইদিন ধরেই রাজধানীতে অঝরে ঝরছে বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, আগামী ৭ দিন সারা দেশে মাঝারি থেকে হালকা বৃষ্টি অব্যাহত থাকবে।

সকাল থেকে বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। কর্মদিবসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীদেরও পোহাতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় কোথাও কোথাও সৃষ্টি হয়েছে তীব্র যানযট। সড়কের জমে থাকা পানিতে বিকল হচ্ছে যানবাহন। বৃষ্টিতে গণপরিবহন সংকটে পড়েছেন অনেকেই। অনেক সড়কে অপরিকল্পিত খুড়াখুড়িতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা।

Exit mobile version