Site icon Jamuna Television

প্রাথমিক শিক্ষা সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা ১৮ নভেম্বর

চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ১৮ নভেম্বর। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই তারিখ চূড়ান্ত হয়।

সভাশেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, পরীক্ষার সময় আগের মতো আড়াই ঘণ্টাই থাকছে। এছাড়া, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের এতোদিন অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হলেও এবার থেকে তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version