Site icon Jamuna Television

কাজ শেষে বাড়ি ফেরা হলো না রঙমিস্ত্রি শাহিনের

নিহত রঙমিস্ত্রি শাহিনুর ইসলাম।

হিলি প্রতিনিধি:

প্রতিদিনের মতো কাজ শেষে পরিবারের কাছে ফেরা হলো না দিনাজপুরের রঙমিস্ত্রি শাহিনুর ইসলামের (৩৫)। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিরামপুর উপজেলার একটি দোতলা ভবনে রঙ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াখোল গ্রামের লোকমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে জহিরুলের বাসায় রঙের কাজ করছিলেন শাহিন। শনিবার দুপুরে দোতলার বাহিরের গ্রিলে দড়িতে ঝুলে রঙের কাজ করছিলেন তিনি। একপর্যায়ে বাড়িটির রেলিং ঘেঁষা বৈদ্যুতিক মিটারের তারে জড়িয়ে তার শরীরে আগুন ধরে যায়। পরে মরদেহ ঝুলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ নামিয়ে আনেন।

এ বিষয়ে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ধারণা করা হচ্ছে পাশে থাকা বিদ্যুতের তারের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

/এএআর/এমএন

Exit mobile version