Site icon Jamuna Television

পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

দখলকৃত পশ্চিম তীরে এক নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। খবর এপির।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তি ২৫ বছর বয়সী আব্দুল্লাহ সামি। সন্ধ্যার দিকে হুয়ারা শহরে তাকে লক্ষ্য করে কয়েক দফা গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

তবে তেলআবিবের দাবি, নিরাপত্তা চৌকিতে ঢুকে এক সেনাসদসের ওপর অতর্কিত হামলার চেষ্টা করে ওই ফিলিস্তিনি। সে সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

নেতানিয়াহু প্রশাসনের অধীনে সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন। গেলো এক মাসেই ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। যার মধ্যে ৮ শিশু এবং এক নারী রয়েছে।

/এটিএম/এমএন

Exit mobile version