Site icon Jamuna Television

৩৭ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকম

শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩৭ মিলিয়ন ইউরোতে ৫ বছরের জন্য ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমকে দলে ভিড়িয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। বোর্দোর সঙ্গে কথাবার্তা পাকা করে রাখলেও শেষ পর্যন্ত ম্যালকমকে পাওয়া হলো না রোমার।

এর আগে, রোমার সাথে মৌখিক কথাবার্তা চূড়ান্ত করে বোর্দো। চুক্তিপত্র স্বাক্ষর আর স্বাস্থ্য পরীক্ষার কাজটিই কেবল বাকি ছিল। সেটি করতে রোমে যাওয়ার কথা ছিল ম্যালকমের। কিন্তু বার্সেলোনা তাকে কিনতে চায়, এ খবর জানার সঙ্গে সঙ্গে মন ঘুরিয়ে ফেলেন ২১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার। বার্সার সঙ্গে কথা বলার অনুমতি চেয়েছিলেন নিজের ক্লাব বোর্দোর কাছে। শেষ পর্যন্ত কাতালান ক্লাবটিতেই নাম লেখালেন তিনি।

উচ্ছ্বসিত এ উইঙ্গার বলেন, আমি এখনও স্বপ্নের মধ্যে আছি। কারণ, আমি পৃথিবীর সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়েছি। আশা করি সমর্থকদের খুশি করতে পারব। আমার সামর্থের সবটুকু দিয়ে সতীর্থদের সাহায্য করব। ধীরে ধীরে ওদের সাথে মানিয়ে নেব।

২১ বছর বয়সী ম্যালকমের আগে গত মার্চে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থারকে দলে ভিড়িয়ে ছিল বার্সেলোনা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version