Site icon Jamuna Television

সালমান ছাড়া আর কোনো সন্তান নাম করেনি; কী ভাবেন বাবা সেলিম?

তিন ভাই আরবাজ, সোহেল, সালমান এক সাথে বড় হয়েছেন। বাবা সেলিম খানও ছিলেন এক সময়কার নাম করা পরিচালক। তিন সন্তানই শোবিজে থাকলেও নাম করতে পেরেছেন একমাত্র সালমান খান। এ নিয়ে কী ভাবেন বাবা?

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আরবাজ একটি চ্যাট শো শুরু করেছেন যেখানে বাবা সেলিম খানও ছিলেন। প্রথমে আরবাজ তাকে তার কাজ, ব্যক্তিগত জীবন এবং সন্তানদের সম্পর্কে কিছু প্রশ্ন করেন। এরপরই এমন প্রশ্ন আসে, যেখানে সন্তানদের মধ্যে তুলনায় যেতে হয় তাকে।

আরবাজ শোতে বাবাকে প্রশ্ন করেন, সালমান তার লক্ষ্য ছুঁতে পেরেছে। তুলনা করলে দেখা যায়, বাকি সন্তানরা তার সামনে কিছুই না। এতে কি কোথাও হতাশ হয়েছেন কিনা?

জবাবে বাবা সেলিম বলেন, সালমান ছাড়া বাকি সবাই কঠোর পরিশ্রম করেছে। আমি মনে করি সবারই ভালো হবে। আমি আশাবাদী মানুষ। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা কেউই সময় নষ্ট করছে না।

/এটিএম/এমএন

Exit mobile version