Site icon Jamuna Television

আবারও সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়লেন রাখি, বললেন স্বামী তাকে জোকার ভাবে

মাত্র মা হারালেন রাখি সাওয়ান্ত। এর মধ্যে শুরু হয়েছে সংসারিক জীবনে তুমুল অশান্তি। তার দাবি, স্বামী আদিল তাকে জোকার বলেছে। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর আনন্দবাজারের।

রাখির অভিযোগ, স্টার হতে স্বামী তাকে ইউজ করেছে। আদিল পরকীয়ায় জড়িয়েছে এমন অভিযোগ তুলে কিছুদিন আগেও রাখি ফটো সাংবাদিকদের সামনে কান্না করেছিলেন। এবার আবারও একই দাবি তুললেন তিনি। স্বামীর উদ্দেশে তিনি বলেন, আদিল স্টার হওয়া এতো সহজ নয়। তুমি আমাকে সিঁড়ি বানিয়ে স্টার হতে পারবে না।

এ সময় ফটো সাংবাদিকদের তিনি বলেন, আপনারা আদিলের ইন্টারভিউ আর নেবেন না। যদি আপনারা ওর ইন্টারভিউ নেন, তবে আমার সাথে আর কথা বলবেন না।

/এটিএম/এমএন

Exit mobile version