Site icon Jamuna Television

উলভারহ্যাম্পটনের কাছে লিভারপুলের বড় হার

ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের নিচের সারির দল উলভারহ্যাম্পটনের কাছে ধরাশায়ী হয়েছে লিভারপুল। শনিবার (৪ ফেব্রুয়ারি) মলিনাক্স স্টেডিয়ামে স্বাগতিক উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় জায়ান্ট লিভারপুল।

ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে লিভারপুলের রক্ষণ কাঁপাতে থাকে উলভারহ্যাম্পটন। তৃতীয় মিনিটে মাথেউস কুনইয়ার শট ফিস্ট করে ফেরান গোলরক্ষক অ্যালিসন। মুহূর্ত বাদে পাবলো সারাবিয়ার শট যায় বাইরে। উলভস সমর্থকরা আনন্দে মেতে ওঠার উপলক্ষ পেয়ে যায় পঞ্চম মিনিটে। আত্মঘাতী গোল করে লিভারপুল।

দ্বাদশ মিনিটে আবারও গোল হজম করে বসে লিগে ধুঁকতে থাকা অল রেডরা। উলভারহ্যাম্পটনের হয়ে অভিষেকেই গোল পান ডিফেন্ডার ক্রেইগ ডসন। ৭১ মিনিটে নিখুঁত টোকায় বল জালে জড়ান রুবেন নেভেস। ম্যাচের ভাগ্যও লেখা হয়ে যায় তখনই।

এএআর/

Exit mobile version