Site icon Jamuna Television

তারকোভস্কির গোলে আর্সেনালকে হারিয়েছে এভারটন

ছবি : সংগৃহীত

এভারটনের কাছে ১-০ গোলে হেরে থমকে গেছে আর্সেনালের জয়রথ। নতুন কোচ শন ডাইচের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই শনিবার (৪ ফেব্রুয়ারি) জয়ের স্বাদ পায় লিভারপুল শহরের দলটি।

আর্সেনাল-এভারটন ম্যাচ শুরুর আগে গানারদের সহজ জয়ের সম্ভাবনাই হয়তো দেখছিল অনেকে। তবে লড়াই শুরু হতে পাল্টে যেতে থাকে ধারণা। বল দখলে আর্সেনাল একচেটিয়া আধিপত্য করলেও আক্রমণে ভীতি ছড়াতে থাকে এভারটন। ৩২ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এভারটনের ডমিনিক ক্যালভার্ট-লুইন।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। তবে ৬০ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে গোল করে আর্সেনালকে স্তব্ধ করে দেন জেমস তারকোভস্কি। ১-০ গোলের স্মরণীয় জয় পায় এভারটন। তবে লিভারপুল আর আর্সেনাল হারলেও এদিন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এএআর/

Exit mobile version