Site icon Jamuna Television

অবশেষে চীনা স্পাই বেলুন ধ্বংস করলো যুক্তরাষ্ট্র

অবশেষে চীনের নজরদারি বেলুন ধ্বংস করলো যুক্তরাষ্ট্র। শনিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন এফ টোয়েন্টি টু ফাইটার জেটের গোলায় সাগরে পতিত হয় এই বেলুনটি। খবর সিএনএন এর।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আটলান্টিকে যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমার মধ্যেই হালকা বিস্ফোরণের পর পতন হয় বেলুনটির। অভিযানের কারণে চলাচল নিষিদ্ধ করা হয় নর্থ ও সাউথ ক্যারোলাইনার আকাশসীমায়। বন্ধ ছিল তিনটি বিমানবন্দরও।

মার্কিন উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে ধ্বংস হয় বেলুনটি। সাত মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। সেগুলো সংগ্রহের চেষ্টা করছে নৌবাহিনীর দু’টি জাহাজ।

গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ওপর দিয়ে উড়তে দেখা যায় চীনের বেলুনটি। বেইজিংয়ের দাবি, আবহাওয়া সংক্রান্ত তথ্যের জন্য ব্যবহার হতো ঐ বেলুন। যা অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের আকাশে।

এসজেড/

Exit mobile version