Site icon Jamuna Television

গণঅভ্যুত্থানের ডাক দিয়ে বিএনপি এখন নীরব পদযাত্রা করছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত নেই। গণঅভ্যুত্থানের ডাক দিয়ে তারা এখন নীরব পদযাত্রা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপি লংমার্চ করুক। সেটা লংমার্চ নাকি শর্টমার্চ হবে তা দেখা যাবে। মানুষ তাদের আন্দোলনে যোগ দেবে না।

নিষেধাজ্ঞার জন্য বিএনপি অনেক চেষ্টা করলেও কোনো লাভ হবে না বলে এ সময় উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আশা করি জাতীয় নির্বাচনে তারা (বিএনপি) আসবে। তারা অনেক দাবি করে। কিন্তু তলে তলে ঠিকই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

/এসজেড/এমএন

Exit mobile version