Site icon Jamuna Television

ধর্ম অবমাননাকর তথ্য না সরানোয় উইকিপিডিয়া নিষিদ্ধ পাকিস্তানে

বিতর্কিত ধর্মীয় বিষয় সরিয়ে না নেয়ার অভিযোগে উইকিপিডিয়া নিষিদ্ধ করলো পাকিস্তান। শনিবার (৪ ফেব্রুয়ারি) এ পদক্ষেপ নেয় দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পিটিএ। খবর আল জাজিরার।

পিটিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ম অবমাননাকর কনটেন্টগুলো সরিয়ে না নেয়ায় ব্লাসফেমির অভিযোগে ব্লক করে দেয়া হয়েছে তাদের ওয়েবসাইট। পিটিএ’র একজন মুখপাত্র বলেন, দেশের মানুষের অনলাইন ব্যবহার নিরাপদ রাখার জন্য স্থানীয় আইন অনুসারে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে ধর্ম অবমাননাকর তথ্য অপসারণে উইকিপিডিয়াকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল পাক কর্তৃপক্ষ। এ বিষয়ে শুনানিতে অংশ নিতে বলা হলেও তাতে সাড়া মেলেনি। উইকিপিডিয়া ফাউন্ডেশনের দাবি, ওয়েবসাইটে কী ধরনের কনটেন্ট থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেন সম্পাদকীয় কমিউনিটি। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও তাদের। অবশ্য উইকিপিডিয়া তাদের সাইট থেকে বিতর্কিত বিষয় সরিয়ে নিলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version