Site icon Jamuna Television

ঢাকায় স্বামী-সন্তানদের দেখতে এসে ধর্ষণের শিকার নারী; গ্রেফতার ৫

ঢাকায় প্রাক্তন স্বামী ও সন্তানদের দেখতে আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে অভিযুক্ত ৭ জনের মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ।

পুলিশ জানায়, ২৫ জানুয়ারি যশোর থেকে প্রাক্তন স্বামী ও সন্তানদের দেখার উদ্দেশ্যে ঢাকার বসিলায় আসেন ভুক্তভোগী নারী। কিন্তু প্রাক্তন স্বামী বাসা পরিবর্তন করায় এবং বিবাহ বিচ্ছেদের কারণে যোগাযোগ না থাকায় বাসা খুঁজে পেতে ব্যর্থ হন ওই নারী। এই সুযোগে এক রিকশাচালক বাসা খুঁজে দেয়ার আশ্বাস দিয়ে কৌশলে তার ছয় সহযোগীর সাথে যোগাযোগ করে নারীকে ধর্ষণ করে। ঘটনার সাথে জড়িত ৭ জনের ৫ জন সরাসরি ধর্ষণে অংশগ্রহণ করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও দেশের বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, ধর্ষণের কাজে ব্যবহৃত আলামত আমরা উদ্ধার করতে পেরেছি এবং স্বীকারোক্তি পাওয়া গেছে। এখন চার্জশিটের ব্যবস্থা করবো। আশা করছি, আমাদের তথ্য-উপাত্তের কোনো ঘাটতি থাকবে না। শাস্তির বিধান করবেন বিজ্ঞ বিচারক মহোদয়।

/এম ই

Exit mobile version