Site icon Jamuna Television

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, রায় শুনেই জ্ঞান হারালেন আসামি

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম.জি আযম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম শহরের রসুলপুর পূর্বপাড়ার বিল্লাল গাজীর ছেলে। রায় শুনে আদালত প্রাঙ্গনেই জ্ঞান হারান তিনি।

নারী ও শিশু আদালতের অতিরিক্ত পিপি জহুরুল হায়দার বাবু জানান, ২০১৪ সালের ৬ জুন যৌতুকের দাবিতে স্ত্রী রাবেয়া খাতুনকে হত্যা করে ঘরের ভেতর মরদেহ ঝুলিয়ে রাখেন স্বামী রবিউল ইসলাম। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন বাবা শহিদুল ইসলাম। আদালত মামলার চার আসামিকে খালাস প্রদান করে স্বামী রবিউলকে ফাঁসির আদেশ দিয়েছেন।

এদিকে, দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলামের ভাই হাসানুজ্জামান জানান, চিকিৎসকের মেডিকেল রিপোর্টে আত্নহত্যা করেছে মর্মে রিপোর্ট ছিল। আদালত ফাঁসির রায় দিয়েছেন এটি নিয়ে আমরা উচ্চ আদালতে আপিল করবো।

এসজেড/

Exit mobile version