বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। এজন্য আগে মুক্তিযুদ্ধের সময় দেশটির ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে শনিবার তারা দুজন বৈঠক করেন।
পাকিস্তানে বাংলাদেশের পণ্য রফতানির ক্ষেত্রে অশুল্ক বাণিজ্য বাধা তুলে দেয়ারও আহবান জানান এ কে আব্দুল মোমেন।
এদিকে, শ্রীলঙ্কা সফর ফলপ্রসু হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তাদের পর্যটন খাত এখন বেশ গতিশীল। শ্রীলঙ্কার সাথে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
শ্রীলঙ্কাকে দেয়া ২ বিলিয়ন ডলার ঋণ আগামী সেপ্টেম্বরে ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
/এমএন

