Site icon Jamuna Television

লাইব্রেরি থেকে বই নেয়ার ৪৩ বছর পর ফেরত দিলেন এক ব্যক্তি

ছবি: সংগৃহীত

লাইব্রেরি থেকে বই নেয়ার ৪৩ বছর পর ফেরত দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ পাবলিক লাইব্রেরিতে। খবর এনডিটিভি‘র।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮০ সালের ২৩ মার্চ লাইব্রেরি থেকে একটি বই নিয়েছিলেন ওই লাইব্রেরির একজন কর্মী। কিন্তু তিনি তা ফেরত দিতে ভুলে যান। শেষ পর্যন্ত ৪৩ বছর পর তিনি বইটি লাইব্রেরিতে ফেরত দিয়ে আসেন।

বইটির নাম হাউ ওয়ারস বিগিন। এটি লিখেছেন ব্রিটিশ ইতিহাসবিদ অ্যালান জন পার্সিভাল টেইলর। যাকে সংক্ষেপে বলা হয় এজেপি টেইলর।

বই ফেরত পাওয়ার পর লাইব্রেরি কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়। কিন্তু বই ফেরত দেয়া ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

/এনএএস

Exit mobile version