Site icon Jamuna Television

চোটের কারণে খুলনার বিপক্ষে অনিশ্চিত মাশরাফী

ছবি: সংগৃহীত

ইনজুরিতে পড়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। যার ফলে, পরবর্তী ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠের বাইরে থাকতে পারেন তিনি।

গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় কুঁচকির চোটে পড়েন বাংলাদেশের অন্যতম সেরা এ অধিনায়ক। এরপর সিলেটের হয়ে পরবর্তী ম্যাচে রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামেননি মাশরাফী। পরের ম্যাচেও নড়াইল এক্সপ্রেসকে মাঠে না পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন কোচ রাজিন সালেহ।

ফিজিওথেরাপিস্টদের মতে কুঁচকির চোট সারতে ১২ থেকে ১৫ দিন সময় লাগে। তাই কিছুটা শঙ্কার মুখেই রয়েছে মাশরাফীর কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামা নিয়ে।

আরআইএম/ইউএইচ/

Exit mobile version