Site icon Jamuna Television

বলিউডে ইতিহাস গড়লো ‘পাঠান’

ছবি: সংগৃহীত

পাঠান সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গড়ে বলিউড ইতিহাসেই ধরাছোঁয়ার বাইরে গিয়ে আলাদা জায়গা করে নিচ্ছে সিনেমাটি। ভারত থেকে সিনেমাটির আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

বিশ্বব্যাপী সিনেমাটির আয় হয়েছে ৭০০ কোটি রুপির বেশি।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত দঙ্গল সিনেমাটি ভারত থেকে ৩৮৭ কোটি রুপি আয় করেছিল। গত সাত বছর ধরে এটিই ছিল ভারত থেকে সর্বোচ্চ আয় করা কোনো বলিউড সিনেমা। ভারত থেকে ৪০০ কোটি রুপির বেশি আয় করে পাঠান সিনেমাটি সেই রেকর্ড ভেঙে ফেললো। শুধু তাই না, বলিউড ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে ৪০০ কোটি রুপি আয় করার রেকর্ড গড়লো পাঠান।

পাঠান সিনেমার চোখ এখন ইন্ডিয়ান দুই চলচ্চিত্র ‘কেজিএফ ২’ এবং ‘বাহুবালি ২’র হিন্দি কালেকশনের দিকে। পাঠানের আয় যে গতিতে এগোচ্ছে, তাতে সিনেমাটি অনায়াসেই আগামী পাঁচ দিনে “কেজিএফ ২”র হিন্দি সংস্করণের আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

/এনএএস

Exit mobile version