Site icon Jamuna Television

বাংলাদেশের ক্রিকেট নিয়ে দুই-তিন বছরের পরিকল্পনা সাজাতে চান ডেভিড মুর

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট নিয়ে আগামী দুই-তিন বছরের জন্য পরিকল্পনা সাজাতে চান বিসিবির হেড অফ প্রোগ্রাম ডেভিড মুর। অপেক্ষায় আছেন হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের জন্য। তার সাথে দীর্ঘদিনের চেনা পরিচয় কাজে লাগবে বলে বিশ্বাস তার। ঢাকায় এসে দায়িত্ব নেয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে যমুনা টেলিভিশনকে এ কথা বলেন মুর।

সপ্তাহখানেক হলো ঢাকায় এসে বিসিবির নতুন সৃষ্ট পদ ‘হেড অফ প্রোগ্রাম’ এর দায়িত্ব নিয়ে কাজ করছেন অস্ট্রেলিয়ান মুর। মূলত হাই পারফরমেন্স (এইচ পি) টিমের মতো বোর্ডের নানা প্রোগ্রামে সমন্বয় করবেন তিনি। সেই সাথে কোচদের উন্নয়নেও রাখবেন অবদান।

আপাতত বসছেন বিসিবির একাডেমিতেই বসছেন মুর। এর মাঝে কথা বলেননি গণমাধ্যমের সাথে। কেমন লাগছে বাংলাদেশে? এমন প্রশ্নের জবাবে বিসিবির হেড অফ প্রোগ্রাম ডেভিড মুর যমুনা টেলিভিশনকে বলেন, বিসিবি এবং ওর (হাথুরুসিংহে) সাথে আমার দীর্ঘদিনের জানাশুনা। খুব ভালো হবে। ও (হাথুরু) আসলে নিশ্চিতভাবেই বসা হবে। আগামী ২/৩ বছরের জন্য বাংলাদেশের ক্রিকেট নিয়ে পরিকল্পনা সাজাতে চাই। সামনে বিস্তারিত কথা হবে।

হেড কোচ হয়ে আসতে যাওয়া চান্দিকা হাথুরুসিংহের সাথে কাজ করেছেন নিউ সাউথ ওয়েলসকে। কাজে লাগাতে চান সেই অভিজ্ঞতাও। দুই-তিন বছরের পরিকল্পনায় কী কী থাকছে সেটি স্পষ্ট করতে অন্তত হাথুরুসিংহে কাজ শুরু করা পর্যন্ত অপেক্ষা করতে হবে সে বার্তাই দিলেন মুর।

/আরআইএম

Exit mobile version