Site icon Jamuna Television

আত্মসাতের ২১ লাখ টাকা উদ্ধার; দুই বিকাশকর্মী আটক

ফরিদপুর প্রতিনিধি:

বিকাশ থেকে আত্মসাৎ করা ২৩ লক্ষ টাকার মধ্যে প্রায় ২১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে ফরিদপুর জেলা পুলিশ। একইসাথে টাকা আত্মসাৎ করার অভিযোগে বিকাশের দুই কর্মীকে আটক করে তারা।

আটককৃতরা হলেন- মশিউর রহমান সুমন ও মো. আহাদ। মশিউরের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় ও আহাদের বাড়ি সালথা উপজেলায়।

ফরিদপুর পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, গত ৮ জুলাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিকাশ অফিস থেকে ২৩ লক্ষ টাকা তোলেন বিকাশ কর্মী মশিউর ও আহাদ। এ ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন।

এঘটনায় বিকাশের পক্ষ থেকে জিএম আজিজুর রহমান একটি মামলা দায়ের করেন। অন্যদিকে, মশিউরের স্ত্রী, তার স্বামীকে টাকাসহ কিডন্যাপ করা হয়েছে বলে একটি মামলা দায়ের করেন বলেও জানান জাকির হোসেন।

একাধিক জায়গায় অভিযান চালিয়ে অবশেষে গত রাতে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে তাদের টাকাসহ আটক করে পুলিশ। এসময় আত্মসাৎ করা টাকার মধ্যে ২১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ফরিদপুর নগরকান্দা থানার ইনচার্জ লূৎফর রহমান জানান, বিকাশের পক্ষ থেকে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।

Exit mobile version