Site icon Jamuna Television

যুদ্ধের বর্ষপূর্তিতে বড় হামলা চালাবে রাশিয়া: রেজনিকভ

ইউক্রেনের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সাই রেজনিকভ। ছবি : সংগৃহীত

যুদ্ধের একবছর স্মরণীয় করে রাখতে আগামী দুই সপ্তাহের মধ্যে বড় আগ্রাসন চালাবে রাশিয়া। রোববার (৫ ফেব্রুয়ারি) এ কথা জানান ইউক্রেনের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সাই রেজনিকভ। খবর রয়টার্সের।

তিনি জানান, আগ্রাসী অভিযান চালাতে রাশিয়া পুরোপুরি প্রস্তুত নয়। তবুও যুদ্ধের বর্ষপূর্তিতে হবে প্রতীকী হামলা। দোনবাসের পূর্বাঞ্চল আর দেশের দক্ষিণাঞ্চলকে হামলার জন্য গুরুত্ব দিচ্ছে পুতিন প্রশাসন। ওই ফ্রন্ট লাইনগুলোতে জোরালো করা হয়েছে নিরাপত্তা।

তিনি আরও জানান, পশ্চিমাদের কাছ থেকে ট্যাংক এবং সামরিক সহযোগিতার আশ্বাস পেলেও; হাতে আসেনি ইউক্রেনের। সোমবার থেকে দেশটির সৈন্যরা জার্মানির লেপার্ড-টু ট্যাংক চালনার প্রশিক্ষণ নেবেন। এছাড়া দেড়শো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার মিসাইলের পরীক্ষাও চলছে।

সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগেই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে রেজনিকভকে সরানো হয়। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ।

এএআর/

Exit mobile version