Site icon Jamuna Television

চবি’র মূল ক্যাম্পাসে চলছে চারুকলার শিক্ষার্থীদের আন্দোলন

ছবি: সংগৃহীত

মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও (৬ ফেব্রুয়ারি) আন্দোলন করছে চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলনের দ্বিতীয় দিন আজ।

সোমবার সকাল ১০টা থেকে আগের দিনের মতোই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা। নগরীর বাদশাহ মিয়া সড়ক থেকে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে, চারুকলা ইনস্টিটিউটকে এক মাস বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়নে এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়। এক দফা দাবি আদায়ে ৩ মাসের বেশি সময় ধরে আন্দোলন করছে চারুকলার শিক্ষার্থীরা।

/এম ই

Exit mobile version