Site icon Jamuna Television

উত্তরে আবারও জেঁকে বসেছে শীত

উত্তরের জেলাগুলোতে আবারও কিছুটা জেঁকে বসেছে শীত। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঠান্ডার সাথে রয়েছে ঘন কুয়াশা।

মাঘের শেষ ভাগে রাজধানী ও আশপাশে শীত ক্রমাগত কমে এলেও দেশের উত্তর প্রান্তে এখনও বেশ ঠান্ডা। মাঝেমধ্যেই দেখা মিলছে কুয়াশাচ্ছন্ন দিনের। এতে বাধাগ্রস্ত হচ্ছে যানবাহনের স্বাভাবিক চলাচল। হেডলাইট জ্বালিয়ে মহসড়কে চলছে গাড়ি।

এদিকে, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, যা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

/এমএন

Exit mobile version