Site icon Jamuna Television

৫০০ টাকার বাজি ধরে মধ্যরাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বরের ভাই

স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম:

বিয়ে বাড়ি থেকে কনে নিয়ে ফেরার পথে সাতরিয়ে পার হওয়ার বাজি ধরে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে বরের ফুফাতো ভাই। রোববার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুরের দুধকুমার নদের খেয়া পারাপারের শহিদুলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক পাইকের ছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার গ্রামের আনিস আলীর ছেলে বাবুল মিয়া (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সাথে তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলীর মেয়ের সাথে বিয়ে হয়। রোববার রাত ১২টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাযোগে দুধকুমার নদ পার হওয়ার জন্য শহিদুলের ঘাটের নৌকায় ওঠে সবাই। নৌকাটি মাঝ নদীতে পৌঁছলে বরের ফুফাত ভাই বাবুল মিয়া অন্যান্য বন্ধুদের সাথে সাতরিয়ে নদী পার হওয়ার বাজি ধরেন। বন্ধুদের সাথে ৫০০ টাকা বাজি ধরে মাঝ নদীতে নৌকা থেকে ঝাঁপ দেয় সে। কিছুদূর সাতরিয়ে যাওয়ার পর স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় বাবুল। রাত থেকেই তার খোঁজ চালায় স্বজনরা। তবে পরদিন সোমবার সকাল ১১টা পর্যন্ত নদের বিভিন্ন জায়গায় খোঁজ করেও বাবুল মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকালে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

এটিএম/

Exit mobile version