Site icon Jamuna Television

পিরোজপুরে বসত ঘরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে বসত ঘরে লাগা আগুনে পুড়ে সোহেল হাওলাদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল (২৮) একই ওয়ার্ডের ভাইজোড়া এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।

নিহতের বড় ভাই নাসির উদ্দিন জানান, ভোর রাতে দিকে তার স্ত্রী তাকে ঘুম থেকে
ডেকে জানান ঘরের পাশেই তার ভাই সোহেলের ঘরে আগুল লেগেছে। পরে তিনি
ডাক-চিৎকার দিলে পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে
ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা সোহেলকে উদ্ধার করা যায়নি।

পরে ফায়ার সার্ভিসের লোকরা আগুন নেভালে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক জানান, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে থাকা একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

এটিএম/

Exit mobile version