Site icon Jamuna Television

নেশাগ্রস্থ হয়ে স্ত্রী পেটালেন বিনোদ কাম্বলি

ছবি: সংগৃহীত

তিনি ছিলেন ক্রিকেট রূপকথার অংশ। শচীন টেন্ডুলকারের সঙ্গে উচ্চারিত হতো বিনোদ কাম্বলি নাম। কিন্তু প্রতিভার নিদারুণ অপচয়ে ক্যারিয়ারটা অকালেই হাওয়ায় মিলিয়ে গেছে। এবার মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করে আলোচনায় এসেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি।

এ ঘটনায় মুম্বাইয়ের বান্দ্রা থানায় এজাহার করেছেন কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নেশা করে বাসায় আসেন কাম্বলি। ঘরে ঢুকেই স্ত্রীকে গালিগালাজ শুরু করেন। এরপর ভাঙা কড়াইয়ের হাতল হিউইটের দিকে ছুড়ে মারেন। এতে তার মাথায় আঘাত লাগে। এমনকি, স্ত্রীকে ব্যাট দিয়ে মারতেও উদ্যত হন সাবেক এই ক্রিকেটার। এরপর বিনোদের বিরুদ্ধে থানায় মামলা করেন তার স্ত্রী। স্ত্রীর করা এজাহারে যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন কাম্বলি।

অনিয়ম আর উচ্ছৃঙ্খল জীবন কাটিয়ে মাত্র ২৮ বছর বয়সেই জাতীয় দল থেকে ঝরে পড়েছেন তিনি।
ভারতের হয়ে ১৭টি টেস্ট খেলে ৫৪.০২ গড়ে ১০৮৪ রান করেছেন কাম্বলি। ওয়ানডে খেলেছেন ১০৪টি। ৩২.৫৯ গড়ে করেছেন ২৪৭৭ রান। সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে দুটি ডাবল সেঞ্চুরিও করেছেন কাম্বলি।

/আরআইএম

Exit mobile version