Site icon Jamuna Television

আলো ছড়াতে পারলেন না গলফার সিদ্দিকুর

গলফার সিদ্দিকুর রহমান। ছবি: সংগৃহীত

সৌদি আরবে রয়েল গ্রিন গলফ অ্যান্ড কান্ট্রি কোর্সে আলো ছড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। যৌথভাবে ৬৯তম হয়ে আসর শেষ করতে হয়েছে বাংলাদেশের এই তারকা গলফারকে। গলফ ডাইজেস্ট’র খবর।

সব মিলিয়ে নির্ধারিত পারের চেয়ে চার শট বেশি খেলেন সিদ্দিকুর। পঞ্চাশ লাখ ডলার প্রাইজমানির এই আসরে তিনি জিতেছেন ১৩ হাজার মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা।

মেক্সিকোর গলফার আব্রাহাম আনসের। ছবি: সংগৃহীত

এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতা পিআইএফ সৌদি ইন্টারন্যাশনাল ওপেনে সেরা হয়েছেন মেক্সিকোর গলফার আব্রাহাম আনসের। তিনি জিতেছেন ১০ লাখ মার্কিন ডলার।

/এম ই

Exit mobile version