Site icon Jamuna Television

‘কোম্পানিগুলো খামারিদের লোকসানে ফেলছে’, পোল্ট্রি শিল্পে কারসাজির অভিযোগ

করপোরেট প্রতিষ্ঠানগুলোর কারসাজিতে প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিরা প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন, এমন অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন। তারা বলেন, ১ জানুয়ারি একটি বাচ্চার দাম ছিল ৯-১০ টাকা। আর ফেব্রুয়ারির ৬ তারিখে বাচ্চা কিনতে খরচ হচ্ছে ৫৫-৬০ টাকায়। করপোরেট কোম্পানি জানে কখন প্রান্তিক খামারিরা বাচ্চা তোলে। তার ঠিক আগেই সিন্ডিকেট করে বাচ্চা ও খাবারের দামও কয়েকগুণ বাড়িয়ে দেয়। ডিম ও মুরগির উৎপাদন বাড়িয়েও ক্ষুদ্র খামারিদের ক্ষতির মুখে ফেলে দেয় করপোরেট কোম্পানিগুলো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০ লাখ মানুষ পোল্ট্রি শিল্পের সাথে জড়িত। এই শিল্প ধ্বংস হলে বেকারের সংখ্যা বেড়ে যাবে। প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে প্রাণিসম্পদ অধিদফতরকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

/এমএন

Exit mobile version