Site icon Jamuna Television

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, একই উপজেলার কলম পুন্ডরী গ্রামের গাছকাটা শ্রমিক রহিম আলী, বিদ্যুৎ আলী ও নজরপুর গ্রামের কাচু আলী।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সিংড়া বাজার থেকে অটোভ্যানযোগে চালকসহ কয়েকজন গাছকাটা শ্রমিক বালুয়া বাসুয়া এলাকায় যাচ্ছিল। পথে বগুড়া থেকে নাটোরগামী একটি মাল বোঝাই ট্রাক ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় বিদ্যুৎ ও কাচু আলী নামের দুই শ্রমিক।

স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বিদ্যুৎ ও কাচুর মৃত্যু হয়। ট্রাকটিকে আটকের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এটিএম/

Exit mobile version