Site icon Jamuna Television

সর্বকালের ভয়ানক শীতকাল যুক্তরাষ্ট্রে, তাপমাত্রা নামলো হিমাঙ্কের প্রায় ৮০ ডিগ্রি নিচে

স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা দেখলো যুক্তরাষ্ট্র। আর্কটিক মেরু ঝড়ের প্রভাবে দেশটির নিউ হ্যাম্পশায়ারের কিছু স্থানে তাপমাত্রা নেমে এসেছে হিমাঙ্কের ৭৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। এর আগে দেশটিতে তাপমাত্রার পারদ এতো নিচে নামেনি। খবর ডয়েচে ভেলের।

তাপমাত্রার ভয়াবহ নিম্নগতির ফলে রেকর্ড ঠান্ডার কবলে পড়েছে আলবেনি, অগাস্টাসহ আরও বেশ কিছু শহর। তীব্র শৈত্যপ্রবাহের সাথে ঝড়ো হাওয়ার সাথে বাড়ছে জনদুর্ভোগও। এরই মধ্যে রাস্তাঘাট ঢাকা পড়েছে কয়েক ফুট তুষারের নিচে। ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে সড়কে।

দুর্যোগ কবলিত অনেক এলাকা এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। প্রাণহানি ঠেকাতে জরুরি সহায়তা কার্যক্রম চালু রেখেছে প্রশাসন। বিভিন্ন স্থানে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। তীব্র ঠান্ডার প্রভাবে দেশটিতে এ পর্যন্ত প্রাণ গেছে ১০ জনের। একই পরিস্থিতি কানাডার অনেক অঞ্চলেও।

এসজেড/

Exit mobile version