Site icon Jamuna Television

নড়াইলে দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যা

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটাতে হতে পারে বলে এলাকাবাসী ও স্বজনদের ধারণা।

পুলিশ সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সময় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত শেফালী বেগম ওরফে আন্না (৫০) জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামের আলিম শেখের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দুই সন্তানের জননী শেফালী বেগম তার মাদরাসা পড়ুয়া মেয়ে নাহিদাকে রাতের খাবার দেয়ার জন্য জা পারুল বেগমকে সাথে নিয়ে রোববার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী খাদিজাতুল কোবরা কওমি মাদরাসায় যায়। শেফালী ও তার জা সেখান থেকে বাড়ি ফিরে এসে রাতের খাবার শেষে যার যার বাড়িতে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে শেফালী ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয় এবং একপর্যায়ে জা পারুলের ঘরের পেছনের দরজার ছিটকানি বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে শেফালীর রক্তাক্ত দেহ দেখতে পান।

খবর পেয়ে লোহাগড়া ওসি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বটি ও স্বর্ণের গহনার ৫টি খালি বাক্স জব্দ করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে জোর তদন্ত চলছে।

এটিএম/

Exit mobile version