Site icon Jamuna Television

৩১ বছরে পা দিলেন নোরা, জন্মদিন পালন করবেন দুবাইতে

সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ফ্যান ফলোয়ার মরক্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। শুধুমাত্র ইনস্টাগ্রামেই তার ফলোয়ার ৪৪ মিলিয়নের বেশি। নোরা প্রায়ই তার সব আপডেট শেয়ার করে থাকেন এসব মাধ্যমে। আজ অভিনেত্রী পা দিলেন ৩১ বছরে। খবর পিঙ্কভিলার।

মোটামুটি মাঝরাত থেকেই শুভাকাঙ্ক্ষীরা নোরাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। এছাড়া ভক্তরাও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেনি। এরইমধ্যে সংবাদ সূত্রে জানা গেছে, কীভাবে এই তারকা তার জন্মদিন উদযাপন করবেন।

বলিউড ভিত্তিক সংবাদ সংস্থা পিঙ্কভিলা নোরার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জন্মদিন আমি মূলত কাছের বন্ধুদের নিয়ে পালন করবো। সারা পৃথিবীতে আমার বেশ কিছু কাছের বন্ধুবান্ধব রয়েছে। তারাই সাথে থাকবেন।

তিনি বলেন, আমি খুব ভাগ্যবান যে আমার এতো কাছের বন্ধু রয়েছে। এ বছরই প্রথম আমি দুবাইতে এই বিশেষ দিনটি পালন করবো।

এটিএম/

Exit mobile version