Site icon Jamuna Television

মারা গেলেন সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু

দেশ বরেণ্য সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান নান্টু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনোয়ার জাহান নান্টু। গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে সাগর জাহান। নাট্যপরিচালক সাগর জানান, রোববার দিবাগত রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ইন্তেকাল করেছেন তার বাবা আনোয়ার জাহান নান্টু।

৬ ফ্রেব্রুয়ারি বাদ জোহর মগবাজার বড় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় গুণী এই সংগীত পরিচালকের। বরেণ্য সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু বাংলা চলচ্চিত্রকে উপহার দিয়েছেন প্রায় দুইশ’ গান। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের জন্যও অনেক গান তৈরি করেছেন তিনি। ‘তুমি আমার মনের মাঝি, ‘চোখের জলে আমি ভেসে চলেছি’-সহ অসংখ্য জনপ্রিয় গানের সংগীত পরিচালক তিনি।

এসজেড/

Exit mobile version