Site icon Jamuna Television

কুমিল্লা শিবিরে যোগ দিলেন সুনিল নারিন ও আন্দ্রে রাসেল

বিপিএলের চলতি আসরে খেলতে ঢাকায় পৌঁছেছেন সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন এই দুই ক্যারিবিয়ান তারকা।

বিপিএলে ইতোমধ্যে এবারের আসরের সেরা চার ফ্র্যাঞ্চাইজি দল নিশ্চিত হয়েছে। তবে শেষ চারের লড়াইয়ে দলকে আরও শক্তিশালী করে তুলতে নতুন করে দুই তারকা ক্রিকেটারকে দলে যুক্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেছেন, দলে সুনিল নারিন ও আন্দ্রে রাসেলের যোগ দেয়ার তথ্য। আজ মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে এই দুই তারকা ক্রিকেটারের। নারিন ও রাসেল এর আগেও কুমিল্লার হয়ে খেলেছিলেন। দুই জনই দলটির হয়ে শিরোপার স্বাদও পেয়েছেন।

শেষ চারের লড়াইয়ে কুমিল্লার পাশাপাাশি টিকে আছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

/এমএন

Exit mobile version