Site icon Jamuna Television

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানের মেয়েরা। ১০২ রানের টার্গেটে ২৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বিসমাহ মারুফের দল।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে ১ম উইকেট হারায় বাংলাদেশ। ১৮ রান করে ফেরেন আরেক ওপেনার সোভহানা মোস্তারি। এরপর দলের হাল ধরেন শারমিন সুলতানা। তবে দলীয় ৭০ রানে ব্যক্তিগত ৩৬ রানে ফেরেন তিনি। তারপর দলের কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলে ৭ উইকেট হারিয়ে ১০১ রানে থামে টাইগ্রেসরা।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর অধিনায়ক বিসমাহর ব্যাট থেকে আসে ২৪ রানের এক ইনিংস। ২০ রানে অপরাজিত থাকেন আয়েশা নাসিম। পরে নিদা দারের ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান। ২৪ বল আগেই জয় নিশ্চিত করে বিসমার দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়ানোর আগে দলগুলোর মাঝে চলছে প্রস্তুতি ম্যাচ। যেখানে বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ দিয়ে। যদিও নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ যাত্রা সুখকর হয়নি।

/এমএন

Exit mobile version