Site icon Jamuna Television

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন অ্যারন ফিঞ্চ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টেস্ট ও ওয়ানডে থেকে আগেই বিদায় নেয়ার ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো এই অজি তারকার।

দীর্ঘ সময় ধয়ে অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ। টেস্ট খেলেছেন মাত্র ৫টি। তবে ১৪৬ ওয়ানডে ও ১০৩টি টি-টোয়েন্টি খেলা অ্যারন ফিঞ্চ এই দুই ফরম্যাটে ছিলেন যথেষ্ট সমৃদ্ধ। ওয়ানডেতে ১৭ সেঞ্চুরি ও ৩০টি হাফসেঞ্চুরিসহ সর্বমোট ৫ হাজার ৪০৬ রান করেছেন এই সাবেক অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ সেঞ্চুরির পাশাপাশি অ্যারন ফিঞ্চের হাফসেঞ্চুরি রয়েছে ১৯টি। রান করেছেন ৩ হাজার ১২০। যা টি-টোয়েন্টিতে অজি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টয়েন্টিতে ১৭২ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ফিঞ্চের দখলে।

/এমএন

Exit mobile version