Site icon Jamuna Television

তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়ালো আন্তর্জাতিক মহল

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক সিরিয়ার সহায়তায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক মহল। বিভিন্ন দেশ ইতোমধ্যে ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। খবর রয়টার্সের।

সোমবারই তুরস্কে উদ্ধারকারী দল পাঠায় ইরাক। রেড ক্রিসেন্ট ও বাগদাদ সরকারের সমন্বয়ে জরুরি ত্রাণ সহায়তাও দেয়া হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে জার্মানিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ। সাতটি উদ্ধারকারী কুকুরও আছে এই দলে। প্রয়োজনীয় সরঞ্জামসহ শতাধিক সদস্যের উদ্ধারকারী দল পাঠিয়েছে রাশিয়া। চারটি বিমানে পাঠানো হয়েছে জরুরি সহায়তা। ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও অস্থায়ী হাসপাতালের উপকরণও আছে বহরে।

এদিকে, গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সাথে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তুরস্ক-সিরিয়া দুই দেশে সহায়তা পাঠানোর আশ্বাস দেন তিনি।

/এমএন

Exit mobile version