Site icon Jamuna Television

বাঁচানো গেলো না নারায়ণগঞ্জে ভবন মালিকের গুলির শিকার কাজলকে

নারায়ণগঞ্জে ভবন মালিক আজহার তালুকদারে গুলিতে আহত রেঁস্তোরা ব্যবস্থাপক শফিকুর রহমান কাজল মারা গেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় দায়ের করা মামলায় আটক হওয়া ওই ভবন মালিকের আজ রিমান্ড শুনানির কথা রয়েছে। নিহতের স্বজনরা বলছেন, ক্ষমতার জোরে যারা নিরীহ কর্মচারী হত্যা করলেন, তাদের বিচার হোক। কাজলের দুই মেয়ের মতো কেউ যেন বাবা হারা না হন।

মামলার অভিযোগে বলা হয়, রোববার রাতে চাষাড়ার আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চির মালিকের সাথে ভবন মালিকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অস্ত্র বের করে গুলি ছুড়েন আজহার। এতে গুলিবিদ্ধ হন রেঁস্তোরার ব্যবস্থাপক মোহাম্মদ কাজল ও কর্মচারী জনি।

/এমএন

Exit mobile version