Site icon Jamuna Television

ঢাকার সিএমএম আদালত ভবনে আগুন

ঢাকার সিএমএম আদালত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে আদালত ভবনের মালখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ সময় আইনজীবী, বিচারপ্রার্থীসহ সেখানে অবস্থানরতদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। দ্রুত তারা ভবন থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।

ইউএইচ/

Exit mobile version