Site icon Jamuna Television

এবার যুদ্ধ থামান, অন্যথায় আরও ভয়াবহতা বাড়বে: রাশিয়ার প্রতি জাতিসংঘের আহ্বান

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। ছবি: সংগৃহীত।

যুদ্ধ থামাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার (৬ ফেব্রুয়ারি) সংস্থাটির নিরাপত্তা পরিষদের বৈঠকে এ বার্তা দেয়া হয়। খবর সংবাদ সংস্থা এপির।

সোমবারও ইউক্রেনে অব্যাহত ছিল রাশিয়ার তীব্র হামলা। এ নিয়ে বৈঠকে শঙ্কা জানান নিরাপত্তা পরিষদের সদস্যরা। বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে মস্কোকে এ সময় আহ্বান জানানো হয়।

একই সাথে কিয়েভ থেকে দ্রুত সেনা প্রত্যাহারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাগাদা দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির প্রতিনিধিরা। তারা বলছেন, এখনই যুদ্ধ না থামালে যুদ্ধের সময়সীমা দীর্ঘ হবে এবং ভয়াবহতাও বাড়বে। এছাড়া জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র নিয়ে বিশেষভাবে উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়ন।

জাতিসংঘের মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় রাশিয়াকে হামলা বন্ধ করতে হবে। তারা যতক্ষণ হামলা বন্ধ না করবে, আন্তর্জাতিক মহল কিয়েভের পাশে থাকবে। ইউক্রেনের এখন কেবল সামরিক সহায়তা নয়, প্রয়োজন মানবিক সহায়তাও। আর সেদিকেও আমাদের এখন নজর দিতে হবে।

এসজেড/

Exit mobile version