Site icon Jamuna Television

সিলেটে ভারতের টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন

সিলেটে ভারতের চেন্নাইয়ের একটি টেলিমেডিসিন সেন্টার ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

প্রথম বারের মতো চালু হওয়া এই সেন্টার উদ্ধোধন করেন পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসুল আহমদ চৌধুরী। উদ্যোক্তারা জানান, এখন থেকে স্বল্প খরচে এখান থেকে সেবা নেয়া যাবে। এখান থেকে ভারতের এ্যাপোলো হাসপাতাল এবং চেন্নাইয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন রোগী ও স্বজনরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের এ্যাপোলো টেলি হেলথ সার্ভিস এর ভাইস প্রেসিডেন্ট প্রেমানান্দ এস, সিলেটের এ্যাপোলো হাসপাতাল টেলি হেলথ সার্ভিসের প্রধান ডা. মাহমুদুল মাজিদ চৌধুরীসহ অন্যরা।

Exit mobile version