Site icon Jamuna Television

আরও বিধ্বংসী চিলির দাবানল, প্রাণহানি বেড়ে ২৬

আরও ভয়াবহ রূপ ধারণ করেছে চিলির দাবানল। এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। দাবানলে দগ্ধ হয়েছেন এক হাজারের বেশি বাসিন্দা। খবর রয়টার্সের।

গত প্রায় এক সপ্তাহ ধরে চিলির দক্ষিণ-মধ্যাঞ্চলের বনাঞ্চল গ্রাস করে চলেছে দাবানলের লেলিহান শিখা। সপ্তাহব্যাপী প্রচেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন। কর্তৃপক্ষ বলছে, অন্তত ৭০টি স্থানে এখনও আগুন জ্বলছে। এরইমধ্যে, ভস্মীভূত হয়েছে ৬ লাখ ৬৭ হাজার একরের বেশি বনভূমি। ভস্মীভূত হয়েছে ৮ শ’র বেশি ঘরবাড়ি ও স্থাপনা।

এদিকে, চিলির দাবানল নিয়ন্ত্রণে আনতে এগিয়ে এসেছে প্রতিবেশী দেশ আর্জেন্টিনা, স্পেন ও মেক্সিকো। মোতায়েন করা হয়েছে ওয়ান জিরো ট্যাংকার নামক অগ্নিনির্বাপক বিমানও।

প্রশাসন জানিয়েছে, বিমান থেকে রাসায়নিক পদার্থ ছিটানোর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আসতে পারে। তীব্র খরা থেকেই এই দাবানলের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশ্লেষকরা।

এসজেড/

Exit mobile version