Site icon Jamuna Television

উত্তরপ্রদেশে ফ্রিতে পান না দেয়ায় দোকানিকে রড দিয়ে পিটিয়ে হত্যা

বিনামূল্যে পান না দেয়ায় লোহার রড দিয়ে পিটিয়ে পানের দোকানদারকে হত্যা করেছে সান্তলাল নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রায়বারেলিতে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খবর নিউজ এইটিনের।

খবরে বলা হয়, নিহত পানের দোকানদারের নাম রামফের গৌতম (৭২)। সান্তলাল বরমা নামের ওই যুবক রামফের কাছে বিনামূল্যে পান চায়। কিন্তু বিনামূল্যে পান দিতে রাজি হননি রামফের। পান না দেয়ায় রেগে দোকান থেকে চলে যান সান্তলাল। পরে রাতে ঘুমন্ত অবস্থায় লোহার রড দিয়ে পিটিয়ে ওই দোকানিকে হত্যা করে সান্তলাল।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সান্তলালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রামফেরের ছেলে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version